Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চেয়ারম্যান- মোঃ ওয়াহেদ আলী: ০১৭৩৪৭০৮৭০৫, সচিব- মোছা: শারমিন আক্তার: ০১৭২৬১৮০৫৬৫, উদ্যোক্তা- মো: বিপ্লব হোসাইন: ০১৭১০২২৯২৬০, হিসাব সহকারী- মোঃ আতিকুর রহমান: ০১৭৩৪৮৬৯০৩৭


শহরগ্রাম ইউনিয়নের বিশিস্ট ব্যাক্তি বর্গ

শহরগ্রাম ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তি বর্গঃ

 

১। আলহাজ্ব মজিবর রহমান।

তিনি স্বাধীনতা যুদ্ধে ও পরবর্তিতে রিলিফ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এবং সমজসেবায় তিনি তাহার জীবন কে উৎসর্গ করেন।

 

২। অধ্যক্ষ আব্দুল মজিদ।

   তিনি দিনাজপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ্য হিসাবে অবসর গ্রহন করেন এবং তিনার অবশিষ্ট জীবন শহরগ্রামে শিক্ষার বিস্তারের  জন্য নিজেকে আত্ন নিয়োগ করেন।

 

৩। অধ্যক্ষ মজিবর রহমান।

    তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।

 

৪। আলহাজ্ব জহীর উদ্দীন নুরী

   তিনি বিশিষ্ট সমাজ সেবক এবং শহরগ্রাম ইউনিয়নের প্রথম চেয়ারম্যান হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

 

৫। জনাব লুৎফর রহমান।

    তিনি অত্র ইউনিয়নের নোনাগ্রাম গ্রামের সন্তান। তিনি সাবেক ডিআইজি হিসাবে দায়িত্ব পালনকরে অবসর গ্রহন করেন।

 

৬।  জনাব কছিম উদ্দীন আহম্মেদ

     তিনি শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সমাজকসবক।

 

৭। জনাব মোঃ জাবেদ আলী।

    একমাত্র ব্যাক্তি যিনি তিন বার শহরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং বর্তমানে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

৮। সফর উদ্দীন আহম্মেদ।

    তিনি  ইসলামি ব্যাংক বাংলাদেশ এর  চেয়ারম্যান হিসাবে অবসর গ্রহন করেন।

ধন্যবাদ, আমাদের সাইট ভিজিট করার জন্য, সকল তথ্য প্রতিদিন আপডেট করা হয়, সেবা নিন, সময়-মত ইউপি কর পরিশোধ করুন, সাথেই থাকুন