সেনগ্রাম দীঘিঃ
এটি শহরগ্রাম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সেনগ্রাম মৌজায় অবস্থিত এটি প্রায় ৪ একর জমির উপর অবস্থিত। সারা পুকুর পাড় জুড়ে তালগাছ সারি বদ্ধভাবে রয়েছে। এখান কার প্রাকৃতিক সৌন্দর্য বড়ই মনোরোম ।
বাইবো দীঘিঃ
এটি শহরগ্রাম ইউনিয়নের পশ্চিম রতনৌর গ্রামে নোনাগ্রাম যাওয়ার রাস্তার পাশে অবস্থিত। আয়তন আনুমানিক ৫ একর ।এটি একটি ঐতিহাসিক পুকুর। নানা স্থানীয় লোক কাহিনী এই পুকুর কে কেন্দ্র করে স্থানীয় জন সমাজে পরিচিত রয়েছে। দিঘিটির পশ্চিম পাড়ে প্রায় ২০ ফিট লম্বা ও ৪ ফিট চওড়া একটি কবর এর চিহ্ন পাওয়া যায়। এবং একটি বিশাল আকার পায়ের চিহ্ন এখনো সেখানে রয়েছে ।
আনসার ক্লাব দিঘী:
এটি শহরগ্রাম ইউনিয়নের ১নং ওয়াডের্র নওপাড়া গ্রামে অবস্থীত ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস