Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চেয়ারম্যান- মোঃ ওয়াহেদ আলী: ০১৭৩৪৭০৮৭০৫, সচিব- মোছা: শারমিন আক্তার: ০১৭২৬১৮০৫৬৫, উদ্যোক্তা- মো: বিপ্লব হোসাইন: ০১৭১০২২৯২৬০, হিসাব সহকারী- মোঃ আতিকুর রহমান: ০১৭৩৪৮৬৯০৩৭


শহরগ্রাম ইউনিয়নের ইতিহাস

শহরগ্রাম ইউনিয়নের সংক্ষিপ্ত ইতিহাস

শহরগ্রাম ইউনিয়নের ইতিহাস অনেক পুরোনো ওবৈচিত্রময়। বৃটিশ শাসন আমলে অর্থনৈতিক প্রশাসনিক ও রাজনৈতিক কারণে এবংপল্লী অঞ্চলে বৃটিশদের ভিত্তি আরো দৃঢ় করার জন্য লর্ড মেয়ো এর আমলে ১৮৭০সালে গ্রাম চৌকিদারী আইন পাশ হয়। প্রথমবারের মত পল্লী অঞ্চলে আইনগত ভিত্তিরমাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্টার উদ্ভোব হয় এবং পঞ্চায়েত প্রথারপূনরাবৃত্তি ঘটে। ৪নং শহরগ্রাম ইউনিয়নের পূর্ব নাম ছিল ৫ নং বাসুদেবপুর।প্রথম পঞ্চায়েত প্রধান হিসাবে খান মোহাম্মদ সরকার নির্বাচিত হন। তিনিবাসুদেবপুর নিবাসি ছিলেন। পরবর্তীতে পঞ্চায়েত প্রধান হিসাবে প্রসন্ন নন্দি নির্বাচিত হন। তাহার পরে পঞ্চায়েত হিসাবে নির্বাচিত হন কিনু রাম মন্ডল। পরবর্তিতে দেশ বিভক্তের পরে দশ থেকে বার বর্গমাইল এলাকা ও ২৯ টি মৌজা নিয়ে  ইউনিয়ন গঠিত হয় এবং সবচেয়ে বড় মৌজার নাম অনুসারে ইউনিয়নের নাম বাসুদেবপুর থেকে শহরগ্রামে নামকরণ করা হয়। প্রথম চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যান নির্বাচিত আলহাজ্ব জহীর উদ্দীন নুরী

ধন্যবাদ, আমাদের সাইট ভিজিট করার জন্য, সকল তথ্য প্রতিদিন আপডেট করা হয়, সেবা নিন, সময়-মত ইউপি কর পরিশোধ করুন, সাথেই থাকুন