২০১১-২০১২ অর্থ বছরের বাস্তবায়িত প্রকল্পসমূহ-
১। ক) মুটুকপুর মৌজায় মজিবর রহমান সাহেবের বাড়ীর সামনে রাস্তার পার্শ্বে ড্রেন নির্মাণ ।
খ) দাসনগর দূর্গা মন্দিরের রাস্তা সামনে কালভার্ট নির্মাণ ।
২। বাসুদেবপুর হইতে গমিরগ্রাম যাওয়ার রাস্তায় ফেডারেশন অফিসের সামনে কালভার্ট নির্মাণ ।
৩। ক) ইউনিয়নের বিভিন্ন স্থানে স্থাপনের জন্য হস্তচালিত নলকূপ স্থাপন ও সরবরাহ ।
খ) ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নিঁচু ব্রেঞ্চ সরবরাহ ।
৪। ক) লক্ষীপুর মৌজায় লিয়াকত মেম্বারের বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মাণ ।
খ) লক্ষীপুর মৌজায় সাহাব উদ্দীন সাহেবের বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মাণ ।
৫। পাঁচশালা রাস্তায় আহেদ আলীর বাড়ী হইতে তোফাজ্জলের বাড়ীর সামনে রাস্তায় কালভার্ট নির্মাণ ।
৬। আকরগ্রাম মধ্যেপাড়া ভানুর বাড়ীর সামনে লতিফের পূকুরে প্যালাসাইটিং করণ ।
৭। ক) ওকড়া আফেরাদীঘি রাস্তার পার্শ্বে প্যালাসাইটিং করণ ।
খ) ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রের আসবাবপত্র জেনারেটর ক্রয় ও মেরামত ।
৮। খোদশিবপুর আইনুলের বাড়ী হইতে নুরুদ্দিনের দীঘি পর্যন্ত রাস্তার পার্শ্বে পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ ।
৯। নোনাগ্রাম একার বাড়ীর সামনের রাস্তায় কালভার্ট নির্মাণ ।
২০১২-২০১৩ অর্থ বছরের বাস্তবায়িত প্রকল্পসমূহ-
প্রকল্পের স্ট্যাটাস
বাস্তবায়নাধীন
প্রকল্পের নাম
এলজিএসপি