শহরগ্রাম ইউনিয়ন পরিষদের গ্রাম শালিশি আদালত একটি সেবামুলক প্রতিষ্ঠানের ন্যয় কাজ করে আসছে। অনেক মামলার শান্তিপূর্ন ভাবে নিষ্পতি অত্র ইউনিয়নের গ্রাম শালিশি আদালত করছে। তাছাড়া জনগনকে আইন সচেতন করার এই গুরুত্বপূর্ন কাজটি এই আদালতের মাধ্যমে জনগণের মাঝে ছড়িয়ে দিচ্ছে। এতে করে সমাজে অপরাধ প্রবনতা অনেক আংশে হ্রাস পেয়েছে।